Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরুর গুতোয় গৃহবধূর মৃত্যু

 জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০১:১২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গরুর গুতোয় নাছিমা খাতুন (৪০)  নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জীবননগর পৌর সভার সুবোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে জীবননগর পৌর সভার সুবোলপুর গ্রামের দাউদ হোসেনের স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গতকাল বিকাল সাড়ে ৫টার সময় বাড়ির খামার থেকে গরুগুলোকে গোয়াল ঘরে তোলার জন্য নাছিমা খাতুন নিয়ে যাচ্ছিল। এমন সময় একটি গরুর সিংয়ের ধাক্কায় নাছিমা খাতুন মাটিতে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রোকনুজ্জামান রুবেল বলেন, নাছিমা খাতুনকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল।  

Bootstrap Image Preview