Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত ময়মনসিংহের শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৯:৩১ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৯:৩১ AM

bdmorning Image Preview


বছরের প্রথম দিনে নতুন বইয়ের উৎসবকে ঘিরে ময়মনসিংহের সব শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে উৎসবের আমেজ। হাতে পেয়েই নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত ময়মনসিংহের লাখ লাখ শিক্ষার্থী।

জানা গেছে, ময়মনসিংহের প্রতিটি বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৬ লাখ ৫২ হাজার ৯৪১ জন শিক্ষার্থীর হাতে ৮৪ লাখ ৩৩ হাজার ১১৫টি বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হয়। ১৩টি উপজেলার মোট ৩৯৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণির ৮ লাখ ৮৫ হাজার ৬০৭জন শির্ক্ষাথীর মাঝে ৪১ লাখ ২৯ হাজার ৮৯০ টি বই বিতরন করা হয়। অপরদিকে জেলার প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ১লাখ ৩৯ হাজার ৮২৮ জন শিশুদের মাঝে ১ লাখ ৩৯ হাজার ৮২৮ টি বই বিতরণ করা হয়। 

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১১টা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল, ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক অধ্যাপক মোঃ আজহারুল হক, উপ-পরিচালক আবু নূর মোঃ আনিসুর ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক আবু নূর মোঃ আনিসুর ইসলাম চৌধুরী জানান, ময়মনসিংহ জেলায় ৬ লাখ ৫২ হাজার ৯৪১ জন শিক্ষার্থীর হাতে ৮৪ লাখ ৩৩ হাজার ১১৫টি বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হয়েছে। 

Bootstrap Image Preview