Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব মানবতার শান্তি ও স্থিতি কামনা করছি: এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্ব মানবতার শান্তি ও স্থিতি কামনা করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোগান।

নতুন বছরের বার্তায় এরদোগান বলেন, বিশ্বজুড়ে স্থিতিশীলতা, ন্যায়বিচার, সংযম ও শান্তি প্রত্যাশা করছি। এছাড়াও জেরুজালেম, দামেস্কো, বাগদাদ, কায়রো, ত্রিপোলি, সারাজেভো ও ক্রিমিয়ার মানুষের অধিকারের সুরক্ষা দাবি করছি।

এরদোগান বলেন, এ অঞ্চলের কোনো ঘটনার জন্য তুরস্ক দায়ী নয়। কাজেই এসব ঘটনার শিকার হওয়ারও প্রশ্ন আসে না।

সীমান্ত পেরিয়ে তুরস্ক ২০১৬ সাল থেকে এ পর্যন্ত দুটি অভিযান চালিয়েছে। একটি হচ্ছে-ইউফ্রাটিস শিল্ড, অন্যটি অপারেশন অলিভ ব্রাঞ্চ। পিওয়াইডি বা পিকেকে এবং আইএস যোদ্ধাদের উচ্ছেদ করেতই এ দুটি অভিযান চলে।

এরদোগান বলেন, কোনো দেশের মাটি, সার্বভৌমত্ব ও অধিকার নিয়ে তুরস্কের কোনো পরিকল্পনা নেই। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে-নিজেদের নাগরিকদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যতের নিশ্চয়তা দেয়া।

দ্রুতই সিরিয়ায় ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে একটি অভিযানের ইঙ্গিত দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, ইরাকের স্থিতিশীলতায় তার দেশ অব্যাহত অবদান রেখে যাবে।

Bootstrap Image Preview