Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে ভারতীয় কূটনীতিকের বাসায় বিদ্যুৎবিভ্রাট, আতঙ্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টানা চার ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তার পরেও মিলেনি কোনো সাহায্য। ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকের বাসার এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।

গত ২৫ ডিসেম্বরের ওই ঘটনা প্রকাশ্যে এসেছে আজ মঙ্গলবার। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অভিযোগও জানানো হয়েছে।

ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুতের লাইনে কোনোরকম সমস্যা ছিল না। তার পরেও কীভাবে টানা চার ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল কূটনীতিকের বাসায়, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারির ইসলামাবাদের বাসাটি সেক্টর এফ-৭/২ নম্বরে। ওই বাসায় ২৫ ডিসেম্বর সকাল ৭টা থেকে সকাল ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিল না।

ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কূটনীতিকের পরিবারের সদস্যদের মধ্যে ওই ঘটনার ফলে আতঙ্ক তৈরি হয়েছিল। সাহায্য চেয়েও পাননি কূটনীতিকের পরিবারের সদস্যরা।

কমিশন সূত্রে বলা হয়েছে, পাকিস্তানের পররাস্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেত অনুরোধ করা হয়েছে। কারণ সম্প্রতি পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের আবাসনে গ্যাস সিলিন্ডার সংযোগের কোনো অনুমতি মেলেনি।

এই সূত্রই জানিয়েছে, দিনের পর দিন আমাদের কূটনীতিকদের হেনস্থা করা হয়েছে। প্রায় ১০ বছরের বেশি হাই কমিশনের বাসাটি রয়েছে। কিন্তু গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। আসবাবপত্রও সীমান্তে আটকে রয়েছে। এ ছাড়াও টেলিকম সংযোগেরও অনুমতি নেই।

Bootstrap Image Preview