Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিদ্বন্দ্বীতার দৌড়ে হাত পাখার পিছে রনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ভাগনে এস এম শাহজাদার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে হাতপাখা। অবশ্য এ আসনে বিএনপি থেকে নির্বাচন করেছে গোলাম মাওলা রনি। তবে তার প্রাপ্ত ভোটের চেয়ে হাতপাখা প্রতীক ভোট বেশি পেয়েছে।

রনির অভিযোগ ছিল তাকে ‘গৃহবন্দী’ করে রাখা হয়। এই আসনে ইসলামী আন্দোলনের কামাল খান ও জাতীয় পার্টির সাইফুল ইসলাম মাঠে ছিলেন। ভোটের ফলাফলে দেখা যায় দেখা যায়, ২ লাখ ৩৫ হাজার ৫৯৯ ভোট কাস্টিং হয়েছে। এতে ভোট পড়ার হার ৭৮ দশমিক ৮৮।

আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী এস এম শাহজাদা পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৬১ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা ইসলামী আন্দোলনের প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। বিএনপি ৬ হাজার ৪৫৯ ও জাতীয় পার্টি পেয়েছে ২ হাজার ২ ভোট। এখানেও পরাজিত ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনী আইনানুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হয়।

উল্লেখ্য, গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হয় সেখানে মোট ২৬৬টি আসন পেয়েছে আওয়ামী লীগ আর জোট সঙ্গি জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী তিন তারিখ মহাজোটের নতুন সরকার শপথ গ্রহণ করবে বলে জানা যায়।

Bootstrap Image Preview