Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুর-৩ আসনে জামানত হারালেন যারা

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসন থেকে বিভিন্ন দলের রাজনৈতিক দলের সাত জন প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, মোট ভোটের এক অষ্টমাংশ ভোট না পেলে জামানত হারাবেন প্রার্থীরা। ৩০ ডিসেম্বর নির্বাচনে মোট ভোটারদের মধ্য থেকে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকী অন্যান্য যাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে।

ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকী পেয়েছেন ৩৭ হাজার ৭৮৬ ভোট, ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম পেয়েছেন ৬১ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট, মই প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে বীর মুক্তিযোদ্ধা এসএম মফিজ উদ্দিন আহমদ পেয়েছেন ১৮৫ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির নাসির উদ্দিন পেয়েছেন ৭৫২ ভোট ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আফতাব উদ্দিন আহমেদ আওয়ামী লীগকে সমর্থন দিয়েও পেয়েছেন ৩৩৩টি ভোট। এতে গাজীপুর-৩ আসনে বিজয়ী প্রার্থী ছাড়া বাকি ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Bootstrap Image Preview