Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমাদের দায়িত্ব দেশের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা: পানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম, বীর-প্রতীক বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা’ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা এবং দেশে বিরাজমান শান্তিপূর্ণ আইনশৃঙ্খলার প্রতি সমর্থন জানিয়ে জনগন বিপুলভোটে আমাদের নির্বাচিত করেছেন।

তিনি বলেন, এবার আমাদের দায়িত্ব ‘দেশের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা।’ প্রতিমন্ত্রী দেশের উন্নয়নের এ অগ্রযাত্রায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সহযোগীতা কামনা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে পুনরায় নির্বাচিত হয়ে নিজ দপ্তরে এসে কর্মকর্তাদের শুভেচ্ছার জবাবে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিবকবির বিন আনোয়ারসহ মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এর অধীনস্থ দপ্তর/সংস্থা সমূহের উর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাঁরা প্রতিমন্ত্রীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছাও জানান।

এ সময় মন্ত্রণালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Bootstrap Image Preview