Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সন্তুষ্ট নয় জাতীয় পার্টি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টি এখন দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী দল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আরও বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিলো। নির্বাচনের ফলাফল নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট নয়।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় জাতীয় পার্টির মহাসচিব বলেন, আগামী দিনে জাতীয় পার্টিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করবো আমরা। দলকে আরও সংগঠিত করাই হবে এখন পার্টির প্রধান কাজ। যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারে, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

পার্টির মহাসচিব বলেন, আগামী ২ জানুয়ারি বেলা ১১টায় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে যৌথ সভায় ডাক দেয়া হয়েছে। ওই সভায় সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি সরকারে নাকি বিরোধী দলে থাকবে। এ বিষয়ে মহাজোটের সঙ্গেও আলোচনা হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান, আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক- ফখরুল আহসান শাহজাদা, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, প্রচার সম্পাদক খোরশেদ আরা খুশু, ডা. সেলিমা খান, রমজান আলী ভূঁইয়া, শেখ শান্ত।

উল্লেখ্য, গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হয় সেখানে মোট ২৬৬টি আসন পেয়েছে আওয়ামী লীগ আর জোট সঙ্গি জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী তিন তারিখ মহাজোটের নতুন সরকার শপথ গ্রহণ করবে বলে জানা যায়।

Bootstrap Image Preview