Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুরাদনগরে বিনামূল্যে বই বিতরণ

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:৩৫ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনামূল্যে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দিনব্যাপী মুরাদনগর উপজেলা ৫৪টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ৫৩ হাজার ৮শ’ ২২টি বই বিতারণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু। বিশেষ অতিথি মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিতু মরিয়ম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মোঃ শফিউল আলম তালুকদার, প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া, মোঃ মফিজ উদ্দিন, চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী প্রফেসর ড. কামরুল হাসান, শাহেদুল আলম শাহেদ, রামা প্রসাদ মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মাহবুবু রহমান মোমেন সকাল পীর কাশিমপুর আর এন এস উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়, মুরাদনগর নূরুনাহার বালিকা বিদ্যালয়, মুরাদনগর মডেল স্কুল, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়সহ ৫৪টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূলে বই উৎসব অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview