Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় বই উৎসব অনুষ্ঠিত

আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০২:১০ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০২:১০ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন, আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মইনুল হাসান, দমদমা কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রমুখ। 

মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের ৩২ হাজার ৮১৫ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৪৩ হাজার ৫৭৫টি বই বিতরণ করা হবে এবং ৩৪৯টি প্রাথমিক সরকারি, বেসরকারি ও কেজি স্কুলের ৪৭ হাজার ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ৮৯ হাজার ৩০০টি বই বিতরণ করা হবে। 
 

Bootstrap Image Preview