Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে ২ লাখ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ 

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০২:০৭ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০২:০৭ PM

bdmorning Image Preview


জয়পুরহাটে প্রাইমারী, এবতেদায়ী, ভোকেশনাল, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় মিলে মোট ১ হাজার ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৩ হাজার ১৯২জন শিক্ষার্থীর মাঝে ১৮ লাখ ৫৫ হাজার ৩৪০ টি বই বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ বই বিতরণ অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাাহ, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী প্রমুখ।  

এবার এ জেলার ভোকেশনাল, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় মিলে মোট ৩৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১১হাজার ৩৩৫ জন শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ২০হাজার ৯০৯ টি বই এবং প্রাইমারী বিদ্যালয়ের ৯১হাজার ৮৫৭জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৩৪ হাজার ৪৩১ টি বই তুলে দেওয়া হয়। 

Bootstrap Image Preview