Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে বই উৎসব পালিত 

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ শুরু  করা হয়েছে। 

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১১টার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়াডাঙ্গী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ।  

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সামশুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় সাড়ে ৩ লাখ বই বিতরণ করা হচ্ছে। বই বিতরণ শেষে আগামীকাল হতে প্রতিটি প্রতিষ্ঠানে ক্লাশ শুরু হবে। প্রতিটি অভিভাবককে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি যত্মবান হওয়ার আহবান জানান তিনি। 

বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ শেষে উপজেলার ৮টি ইউনিয়নের বই বিতরণ উৎসবে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকতা। 


 

Bootstrap Image Preview