Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যানক্রফটের প্রত্যাবর্তন সুখের হলো না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৩২ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯ PM

bdmorning Image Preview


৯ মাসের নির্বাসন কাটিয়ে রবিবার পেশাদারি ক্রিকেটে ফিরেছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট। চলতি বছরের মার্চ মাসে কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাস নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৯ ডিসেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষে রবিবার পার্থে স্কর্চার্সের হয়ে বিগ ব্যাশ দিয়ে আবারো অস্ট্রেলিয়ার ক্রিকেটে ফিরেছেন ব্যানক্রফট।

পেশাদারি ক্রিকেটে কামব্যাক সুখের হল না ক্যামেরন ব্যানক্রফটের। হোবার্ট হ্যরিকেনসের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন ক্যামেরন। ম্যাচের চতুর্থ ওভার চলছে ১৬ রানে তিন উইকেট হারিয়ে তখন ধুঁকছে পার্থ স্কর্চার্স। হ্যারিকেনের রিলে মেরেডিথ তখন আগুন ঝরাচ্ছেন। কিন্তু লেগ সাইডে ফ্লিক করে সুন্দর দুই রান নিয়ে খাতা খুললেন ব্যানক্রফট। তারপরেই মেরেডিথের বাউন্সার। আর তৃতীয় বলেই কট বিহাইন্ড হলেন তিনি। ৩ বলে ২ রান করে আউট হলেন ক্যামেরন ব্যানক্রফট। শেষ পর্যন্ত ২০ ওভারে ১০৭ রান তোলে পারথ স্কর্চার্স।

ব্যাট হাতে ২ রান করার পাশাপাশি উইকেটকিপার ব্যানক্রফট ২টি ক্যাচ নিয়েছেন। হোবার্ট হ্যরিকেনসের কাছে ৬ উইকেটে হেরে যায় ম্যাচটি। কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার বিদেশে টি-টোয়েন্টি লিগে খেললেও ক্যামেরন ব্যানক্রফট কিন্তু ক্লাব ক্রিকেটেই খেলে যান। তবে দীর্ঘ নয় মাসের নির্বাসন কাটিয়ে কামব্যাকটা ভালো হল না ক্যামেরন ব্যানক্রফটের।

Bootstrap Image Preview