Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেলবোর্ন জয় দিয়ে সৌরভকে ছুঁলেন কোহালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৫০ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪ PM

bdmorning Image Preview


বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের লড়াইয়ে অ্যাডভান্টেজ ভারত। রবিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেলেন বিরাট কোহালিরা। এমসিজি-তে টেস্টের পঞ্চম তথা শেষ দিনে অজিদের দ্বিতীয় ইনিংসের শেষ দু’টি উইকেট তুলে নিয়ে ভারতকে জয় এনে দিলেন কোহালির পেস ব্যাটারি।

রেকর্ড বই বলছে, টেস্ট ক্রিকেটে এটি ভারতের ১৫০ তম জয়। সর্বার্থেই এক মাইলফলক! আরও যেটা উল্লেখযোগ্য, অধিনায়ক হিসেবে বিরাট কোহালিও মেলবোর্ন টেস্ট জিতে ছুঁয়ে ফেললেন আরও এক ইতিহাস। এতদিন পর্যন্ত ভারতীয় অধিনায়কদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ই ছিলেন বিদেশের মাটিতে সফলতম। ২৮টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে কলকাতার মহারাজ জয় ছিনিয়ে এনেছিলেন ১১টি টেস্টে।

রবিবার মেলবোর্নে জেতার পর কোহালির নামের পাশেও অ্যাওয়ে টেস্টে ১১টি জয়ের নজির। ফারাক একটাই। সৌরভের এই নজির স্পর্শ করতে কোহালির চারটি টেস্ট কম লাগল। অঙ্কের হিসেবে, দেশের বাইরে মাত্র ২৪টি টেস্টে দেশের অধিনায়কত্ব করেই ১১টি জয় ঝুলিতে পুরলেন টিম ইন্ডিয়ার এখনকার ক্যাপ্টেন।

এরই পাশাপাশি টেস্ট ক্রিকেটে দেড়শোতম জয় ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত হয়ে রইল ক্রিকেট দুনিয়ার পঞ্চম দেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার এই নজির রয়েছে। ৩৭ বছর ১০ মাস পর আবারও এমসিজি-তে টেস্ট জয়ের স্বাদ পেল ভারত। ১৯৮১ সালে সুনীল গাওস্করের অধিনায়কত্বে ভারত হারিয়েছিল গ্রেগ চ্যাপেল, রডনি মার্শ, ডেনিস লিলি সমৃদ্ধ অস্ট্রেলিয়াকে।

কপিল দেব দাঁতের ব্যথা অগ্রাহ্য করে শেষ দিনে অসাধারণ বোলিং করে ভারতকে জয় এনে দিয়েছিলেন। শেষ হতে চলা ২০১৮ সালে কোহালির ভারত চারটি অ্যাওয়ে টেস্টে জয় পেয়ে নয়া নজির গড়ল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ, ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজ এবং চলতি সিরিজে অ্যাডিলেড ও মেলবোর্ন, পর পর তিন বিদেশ সফরেই টেস্ট জিতল ভারত।

এর আগে সেই ১৯৬৮ সালে ভারত একই বছরে তিনটি অ্যাওয়ে টেস্ট জিতেছিল। যদিও সেই তিনটিই ছিল একই সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই তুলনায় কোহালির ভারতের কৃতিত্ব যে অনেক বেশি তা বুঝে নেওয়ার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়বে না। 

Bootstrap Image Preview