Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ককটেল ছুঁড়তে গিয়ে নিজের হাতেই বোমা বিস্ফোরণ; আহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজশাহীতে প্রতিপক্ষকে ঘায়েল করতে ককটেল ছুঁড়তে গিয়ে নিজের হাতেই বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ওয়ার্কার্স পার্টির এক কর্মী। এতে তিনি হাতের কয়েকটি আঙ্গুলে আঘাত পান।

রোববার বেলা ১১টায় ভোট গ্রহণের একপর্যায়ে রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশির ওই এলাকার বাসিন্দা ও ওয়ার্কার্স পার্টির কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষই ঢিল ছোড়া শুরু করে। এসময় স্থানীয় ওয়ার্কার্স পার্টির শিশির নামে একজন কর্মী ককটেল ছুঁড়তে গেলে তার হাতেই ককটেল ফেটে যায়। এতে হাতে আঘাত পান তিনি। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এছাড়া হাতাহাতির সময় শাহমখদুম থানা সভাপতি মনিরুজ্জামান শরীফের মাথা ফেটে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

উল্লেখ্য, দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট বর্জন করেছেন প্রায় ৫০ জনের মতো প্রার্থী।

এদিকে ভোটপ্রদানকে কেন্দ্র করে কুমিল্লায় এক বিএনপিকর্মীকে পিটিয়ে ও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন, চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ কর্মী, এক ইসলামী ফ্রন্ট কর্মী ও বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মী, গাজীপুরে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।

Bootstrap Image Preview