Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আসনে হাতপাখার রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৩ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪ AM

bdmorning Image Preview


দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বেশ কিছু আসনে ছাড়া বেসরকারিভাবে প্রায় সকল আসনেই ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ দিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২ লাখ ৬০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৩২ ভোট।

সমীকরণে দেখা যায়, অন্য আসনগুলোর তুলনায় এখানে ভোট প্রাপ্তিতে রেকর্ড গড়েছে হাতপাখা। এ আসনে ভোটার ছিলেন ৩ লাখ ৪২ হাজার ৯৮ জন। ভোটগ্রহণ হয়েছে এখানকার ১০৭ কেন্দ্রে। এ নিয়ে রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন।

রবিবার রাত ১১টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম আবদুল কাদের এ ফলাফল ঘোষণা করেন।

Bootstrap Image Preview