Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে আবারও সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী নির্বাচিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মহাজোট মনোনীত বি,টি,এফ চেয়ারম্যান নৌকার পার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ৩য় বারের মতো আবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার পেয়েছেন ৪৯ হাজার ৭৫৩ ভোট।

এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীক নিয়ে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী পেয়েছেন ১০ হাজার ১৭৪ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে মাওলানা আতিক উল্লাহ পেয়েছেন ১ হাজার ৩৫৪ ভোট।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী চেয়ার প্রতীক নিয়ে মীর ফেরদৌস আলম পেয়েছেন ১ হাজার ১০৫ ভোট।

জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে জহুরুল ইসলাম রেজা পেয়েছেন ৩৪০ ভোট।

স্বতন্ত্র প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ২৮১ ভোট।

এর আগে রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ৩য় বারের মত জয় লাভ করেছে মহাজোট।  

 

Bootstrap Image Preview