Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলার ৪টি আসনই আওয়ামী লীগের দখলে

এম শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩ AM

bdmorning Image Preview


ভোলার চারটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন, ভোলা সদর আসনে তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনে আলী আজম মুকুল, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

ভোলা সদর আসনে ১১৩টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে আ’লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ২ লাখ ৪৫ হাজার ৪শ’ ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো: ইয়াসিন নবীপুর পেয়েছেন ৭ হাজার ৮শ’ ১ ভোট। বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর পেয়েছেন ৭ হাজার ২শ’ ৯৯ ভোট, জাতীয় পার্টি লাঙ্গলের কেফায়েত উল্লাহ নজিব পেয়েছেন ১ হাজার ৫শ’ ১৮ ভোট, সিপিবির (কাস্তে) প্রতিকে এডভোটেক সোহেল আহমেদ পেয়েছেন ১ হাজার ২ ভোট। তোফায়েল আহমেদ এ নিয়ে ৮ বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হলেন।

ভোলা-২ আসনের ১১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল জানা গেছে। এ আসনে আ’লীগ প্রার্থী আলী আজম মুকুল পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৭শ’ ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাফিজ ইব্রাহিম পেয়েছেন ১৪ হাজার ২শ’ ১৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এম ওবায়দুর রহমান বিন মোস্তফা পেয়েছেন ৮ হাজার ২শ’ ৭৭ ভোট। এ নিয়ে আ’লীগ প্রার্থী মুকুল ২ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

ভোলা-৩ আসনের ১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের বেসরকারি ফলে আ’লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৫২ হাজার ২শ’ ১৪। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো: মোসলে উদ্দিন পেয়েছেন ৪ হাজার ১শ’ ৫১ ভোট, বিএনপির প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫শ’ ১৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট নুরুন্নবী সুমন পেয়েছেন ২ হাজার ২শ’৭৫ ভোট।

ভোলা-৪ আসনে ১৩৬টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল জানা গেছে। এখানে আ’লীগ প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন প্রার্থী এডভোকেট মহিবুল্লাহ পেয়েছেন ৬ হাজার ৪শ’ ৮১ ভোট। এখানে বিএনপির নাজিম উদ্দিন আলম পেয়েছেন ৪ হাজার ৯শ’ ৯৬ ভোট। এ নিয়ে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

ভোলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের ৪ জন, বিএনপি’র ৪ জন, ইসলামী আন্দোলনের ৪ জন, জাতীয় পার্টির-২ জন ও সিপিবির ১ প্রাথীসহ মোট ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। জেলার ৪শ’ ৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ছিলো। এ জেলায় ৪টি আসনে ভোটার ছিলো ১২ লাখ ৭৩ হাজার ৮শ’ ২১ জন।

নির্বাচন উপলক্ষ্যে সকাল ৮টার দিকে শহরের বাংলাস্কুল ভোট কেন্দ্রে সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ এবং বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ভোট দিয়েছেন। এছাড়া ভোলা-২ আসনের প্রার্থী আলী আজম মুকুল, ভোলা-৩ আসনে লালমোহনে আ’লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের চরফ্যাশনে আ’লীগ প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম নিজ নজি আসনে ভোট দিয়েছেন।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পর কিছুটা ভোটারদের উপস্থিতি কমতে থাকে। কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  জেলা রিটার্নিং কর্মর্কতা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বেসরকারী ভাবে রাত ১২টায় ভোলা ৪টি সংসদীয় আসনের এ ফলাফল ঘোষণা করেন।

Bootstrap Image Preview