Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: রাঙ্গা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:১৪ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘শান্তিপূর্ণ ভোট হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। দেশের মানুষ স্বতস্ফূর্তভাবে এ নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।’

রোববার রাতে নির্বাচনের বেসরকারি ফলাফল শেষে দলীয় মন্তব্য জানতে চাইলে এ সব কথা বলেন তিনি।

রাঙ্গা বলেন, ‘নির্বাচনে হারজিত থাকে। এবারের নির্বাচনে যারা জয়ী হয়েছে সব বিভেদ ভুলে তাদের অভিনন্দন জানায়। দেশকে এগিয়ে নেয়ার কাজে তাদের সহায়তা করার জন্য আমি জাতীয় পার্টির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ বিজয়ের পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল ৮টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ফলাফল ঘোষণা।

রাঙ্গা আরও বলেন, ‘বিএনপি আর ঐক্যফ্রন্ট নির্বাচনে জয়ী হতে পারবে না বুঝতে পেরে নানা কাল্পনিক অভিযোগ করছে। এর মাধ্যমে তারা ভোট চলাকালীন যেকোনও সময় ভোট বয়কট করার ঘোষণা দিতে পারেন বলে আমার ধারণা। জনগণ উন্নয়নের পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে রংপুর-১ আসনে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সে কারণে তাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আমার বিশ্বাস।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘রংপুরের ৫টি আসনে মহাজোটগতভাবে ছাড়া যে ৩টি আসনে উন্মুক্তভাবে আওয়ামী লীগ ও জাপা অংশ নিচ্ছে সেখানে  ফল খারাপ হলে করার কিছু নেই। কারণ, আমাদের অভিভাবক আসতে পারেননি। তারপরও আমরা ভালো ফল করবো বলে আমার বিশ্বাস।’

Bootstrap Image Preview