Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিরো আলমের আসনে জয় পেল ধানের শীষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বগুড়া ৪ আসনে জয় পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী মোশাররফ হোসেন ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৪ হাজার ৬৭৯ ভোট। আলোচিত ওই আসনে সতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। নির্বাচনে আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কা নিয়ে ৬৩৮ ভোট পেয়েছেন।

এর আগে রবিবার সকাল থেকেই তার নির্বাচনী এলাকা কাহালু ও নন্দীগ্রামের কেন্দ্রগুলোতে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন এবং পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ক্ষুব্ধ হয়ে ভোট বর্জন করেন হিরো আলম।

দুর্বৃত্তদের হামলার বিষয়ে হিরো আলম বলেন, আমাকে এত ভয়ের কী আছে। আমি তো কারও ক্ষতি করিনি। জনগণ যদি আমাকে পছন্দ না করেন ভোট দিবেন না। সন্ত্রাসীরা আক্রমণ করবে কেন?

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তার ওপর হামলার অভিযোগ এনে তিনি বলেন, সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হঠাৎ করেই একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে এবং তাকে মারধর করে। এ জন্যই তিনি ভোট বর্জন করেন।

Bootstrap Image Preview