Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর ৪টি আসনে চলছে ভোট গ্রহণ

জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর ৪টি সংসদীয় আসনের ৮ উপজেলার ৭৬টি ইউনিয়নে ৪৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আজ রবিবার সকাল ৮ টা ভোট শুরু হয়ে তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে জেলার কলাপাড়া উপজেলার ধুলাসর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিবার পরিজন নিয়ে ভোট প্রদান করেন পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব।

ভোট প্রদান শেষে তিনি বলেন, উন্নয়নের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়ায় আশা করছি বিপুল ভোটের ব্যধানে বিজয়ী হব।

সরেজমিনে দেখা যায়, তীব্র শীতকে উপেক্ষা করে সকাল সাড়ে সাতটা থেকেইে ভোটাররা তাদের সাংবিধানিক আধিকার ভোটদানের জন্য ভোট কেন্দ্রে আসেন। তবে প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিল নারী ভোটারদের অনেক বেশি উপস্থিতি।

ভোট দিতে আসা মলি বেগম নামে একজন ভোটার জানান, কোন বাধা প্রদান ছাড়াই র্নিবিঘ্নে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি আরো বলেন, যাকে যোগ্য মনে করেছি, যিনি উন্নয়নের জন্য কাজ করবেন তাকেই ভোট দিয়েছি।

জানা যায় ভোট প্রদানের মাধ্যমে ১১ লক্ষ ৯৩ হাজার ৬ শত ৪৮জন নারী ও পুরুষ তাদের আসনের উন্নয়নের জন্য সংসদ সদস্য নির্বাচিত করবেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যান্ত শান্তিপূর্ন পরিবেশে আমার আওতাধীন সকল ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোটারদের নিশ্চিন্ত ভোট প্রদানসহ আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। এখন পর্যন্ত কারো কোন অভিযোগ পাইনি।  

Bootstrap Image Preview