Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ AM

bdmorning Image Preview


দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জয়পুরহাটে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

আজ রবিবার সকাল ৮ টা ভোট শুরু হয়ে তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জেলা রিটারিং কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের মাত্র ২টি সংসদীয় আসনে মোট ভোটার ৭ লাখ ৬ হাজার ৫৪৩জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৮৭৬জন।

এখানে মোট ২৪৯টি ভোট কেন্দ্রে’র মধ্যে ১৬৬টিই ঝুঁকিপূর্ণ বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

এদিকে জয়পুরহাট-২ আসনের বেশ কিছু কেন্দ্রে বিএনপি’র পোলিং এজেন্টদের প্রবেশ করতে না দেওয়াসহ তাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে বিএনপি প্রার্থী ও তাদের কর্মীরা অভিযোগ করেন। অন্যদিকে বিএনপি কর্মীদের হামলায় আওয়ামী লীগের ৪ কর্মী আহত হয়েছে অভিযোগ করে তারা ভোটের সুষ্ঠু পরিবেশ বাঞ্চালের চেষ্টা করছে বলে জানান, আওয়ামী লীগ প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। 

Bootstrap Image Preview