Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারে ভোট গ্রহণ শুরু, ৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ 

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১২ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১২ AM

bdmorning Image Preview


মৌলভীবাজারের ৪টি আসনে আনুষ্ঠানিক ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ আসনে মোট প্রার্থী ৮। 

এদিকে আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে তীব্র শীত এবং কিছুটা আতঙ্ক কাজ করায় সকালে ভোটরদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। 

এ আসনে মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৬৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫২ হাজার ২২ জন এবং নারী ভোটার ৬ লাখ ৪৫ হাজার ৪৬ জন।

এক নিজরে দেখা যাক কোন আসনে কোন প্রার্থী কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন- 

মৌলভীবাজার-১

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে মৌলভীবাজার-০১ আসন। এ আসনে কেন্দ্রের সংখ্যা মোট ৯৯ টি। মোট ভোটার ২ লাখ ৬৫ হাজার ৮০৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৭৩৬ জন, নারী ভোটার ১ লাখ ৩৩ হাজার ৭৩ জন। এখানে মূল লড়াই হচ্ছে বর্তমান সাংসদ মহাজোটের মোঃ শাহাব উদ্দিন এবং ঐক্যফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুের মধ্যে। 

মৌলভীবাজার-২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার ২ আসন। এ আসনে ৯৩ টি কেন্দ্রে ২ লাখ ৪১ হাজার ১৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৪২৩ জন এবং নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ৭৪৬ জন। এ আসনে জাতীয় এক্যফন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সাথে লড়ছেন মহাজোটের প্রার্থী বিকল্পধারার এম এম শাহীন।

মৌলভীবাজার-৩

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে মৌলভীবাজার ১ আসন। এ আসনে ১৬৮ কেন্দ্রে মোট ৩ লাখ ৯১ হাজার ৩৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৭০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৪ হাজার ১৮৮ জন। এখানে মহাজোট প্রার্থী সভাপতি নবাগত নেছার আহমদ সাথে লড়ছেন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর পুত্র নাসের রহমান। 

মৌলভীবাজার-৪

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার -৪ আসন। এ আসনে প্রার্থী নয় মূলত মার্কাই জয় পরাজয়ে ভূমিকা রাখছে। এ আসনে ১৫২ টি কেন্দ্র মোট ৩ লাখ ৯৮ হাজার ৯৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৭৯৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩৭ জন। এ আসনে মূল লড়াই হচ্ছে মহাজোটের উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এবং ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর মধ্যে। 

Bootstrap Image Preview