Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাঁশখালীতে সংঘর্ষে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৫ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৫ AM

bdmorning Image Preview
বাঁশখালীতে সংঘর্ষে নিহত ১


ভোটগ্রহন শুরুর আগেই বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন।

রোবিবার ভোটের দিন ভোররাতে সদর পৌরসভার বড়ইতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহমদ কবির নামের এক ব্যক্তি নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম জেলায় ১ হাজার ৩০২টি ভোটকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আসনের তালিকায় আছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা), বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)।

Bootstrap Image Preview