Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্বৃত্তের হামলায় নোয়াখালীর দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


হামলা ও নির্বাচনী সামগ্রী লুটের ঘটনায় নোয়াখালী- ২ ও ৩ আসনের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতেই দুর্বৃত্তরা ভোটের সরঞ্জাম লুট করে নিয়ে যায়। তাই আজ সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এদিকে নোয়াখালী-২ আসনের (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরী ইউনিয়নের মধ্য এবতেদায়ী নূরানী মাদরাসা কেন্দ্রে বিএনপি জামায়াত কর্মীদের হামলায় প্রিসাইডিং অফিসারসহ ৭ জন আহত হয়েছেন। ওই কেন্দ্রেও ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রিসাইডিং অফিসার সোনাইমুড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও নির্বাচনী কর্মকর্তা শেখ ফরিদসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম লুট করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

জানা যায়, আহত প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রিসাইডিং অফিসারকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, শনিবার রাত ১১টায় বিএনপি-জামায়াত কর্মীরা হামলা চালিয়ে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম লুট করে।

এছাড়াও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের শরীফপুর ইউনিয়নের ১৩৩নং পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

Bootstrap Image Preview