Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে যুবলীগ ও সুনামগঞ্জে আ'লীগের কর্মী খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:২১ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ AM

bdmorning Image Preview
প্রতীকী


রাত পোহালেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এরই মধ্যে চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ ও সুনামগঞ্জে আ'লীগের কর্মী নিহত হয়েছেন।

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি কর্মীর হামলায় দিল মোহাম্মদ (৩৫) নামে যুবলীগের ওই নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির দিল মোহাম্মদ (২৮) কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয় আওয়ামী লীগের দাবি, ওই ব্যক্তিকে বিএনপি-জামায়াতের লোকজন কুপিয়ে হত্যা করেছে। তবে বিএনপি বলছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে।

কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া বলেন, বিএনপি-জামায়াতের ২০ থেকে ৩০ জনের একটি দল এলাকায় টাকা বিতরণ করছিল। এতে দিল মোহাম্মদসহ চার থেকে পাঁচজন বাঁধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে বিএনপি-জামায়াতের লোকজন দিল মোহাম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল জানান, বিএনপির কর্মীরা ফকিরা মসজিদ সংলগ্ন বাজারে কিছু লোককে টাকা বিলি করছিলো। দিল মোহাম্মদ তাদের বাধা দেন। এসময় বিএনপি কর্মীরা দিলের মাথায় ইটের আঘাত করলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই রাতে ‍সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম নিহত হয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি জোট দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে বলে দাবী করছে আওয়ামী লীগ।

Bootstrap Image Preview