Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের আগে বিএনপি’র ফেসবুক ভেরিফাইড পেজ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভোটের আগেই গতকাল শুক্রবার রাতে হ্যাক হওয়া বিএনপি’র ফেসবুক ভেরিফাইড পেজ ‘Bangladesh Nationalist Party-BNP হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, হ্যাক হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে যেসব বিভ্রান্তিমূলক পোস্ট দেয়া হয়েছিল তা মুছে ফেলা হয়েছে। বর্তমানে দলের অফিসিয়াল প্রেস রিলিজসহ প্রয়োজনীয় অন্যান্য পোস্ট দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর দিবাগত রাত ৩টার পরে বিএনপি’র ফেসবুক ভেরিফাইড পেজটি হ্যাক করা হয়েছিল। ইতোপূর্বে হ্যাক করে দেয়া বিএনপি’র ওয়েবসাইট bnpbd.org এখনও খুলে দেয়া হয় নাই।

Bootstrap Image Preview