Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেন্দ্র পাহারার ঘোষণা দিয়ে ছাত্রদলের বিবৃতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০১ PM

bdmorning Image Preview
কেন্দ্র পাহারার ঘোষণা দিয়ে ছাত্রদলের বিবৃতি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনে রবিবারের দিন নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। পাশাপাশি সব পর্যায়ের নেতাকর্মীদের ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের ভোটের দিন সকালে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থেকে সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানিয়ে বিবৃতিতে তারা বলেন, 'আওয়ামী নেতাকর্মীরা ভোট কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করলে সংশ্লিষ্ট প্রশাসন ও সেনাবাহিনীকে অবহিত করে কেন্দ্রের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে।'

তারা বলেন, 'ভোট কেন্দ্রে যাতে আওয়ামী লীগ ও ভোটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কোনো নির্দিষ্ট মার্কায় অনুরক্ত হয়ে জাল ভোটের মহোৎসব চালাতে না পারে তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও ভোট প্রদান শেষে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোট গণনাপূর্বক ফলাফলের কপি বুঝে নিতে হবে।'

বিবৃতিতে তারা আরও বলেন, 'দেশের এই ক্রান্তিকালে ছাত্রসমাজকে অবশ্যই এগিয়ে আসতে হবে। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী তাদের গুম হয়ে যাওয়া, ক্রসফায়ারে শহীদ সহযোদ্ধা আর আওয়ামী নির্যাতনে নির্মমভাবে আহত সহযোগীদের কথা মাথায় রেখে ইস্পাত কঠিন মনোবল নিয়ে ভোট কেন্দ্রে অবস্থান নিশ্চিত করবে।'

বাংলাদেশের তরুণ সমাজ তথা আপামর জনগণ ভোটের দিন ব্যালটের মাধ্যমে তাদের জনরায় প্রকাশ করার সুযোগ পাবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন তারা।

Bootstrap Image Preview