Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কেন্দ্রে ভোট দিবেন ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:১৪ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:২৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লতিফুল বারী হামীম জানান, রবিবার সকালে ভোটাধিকার প্রয়োগ করবেন ড. কামাল হোসেন।

লতিফুল বারী হামীম আরও জানান, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর বেইলি রোডের বাসা থেকে ভোটকেন্দ্রের উদ্দেশে বের হবেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।

অন্যান্য হেভিয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? তা জানার আগ্রহও রয়েছে সবার।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের বরাত দিয়ে বাসস এ তথ্য জানায়।

এদিকে, ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার ভোট দেবেন মিরপুরের শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয়ে।

তিনি ৩০ ডিসেম্বর সকাল ৮টায় ওই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে পরিবর্তন ডটকমকে নিশ্চিত করেন।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান ভোট দেবেন তার নির্বাচনী এলাকার রায়ের বাজারে অবস্থিত মোহাম্মাদীয় আলিম মাদ্রাসায়।

শনিবার দুপুরে পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান তিনি।

ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী ৩০ ডিসেম্বর সকাল ৮.১৫ মিনিটে খিলগাঁও গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

 

Bootstrap Image Preview