Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাড়িতে অভিযানের গুজব নিয়ে যা বললেন শামীম ওসমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:০৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, সেনাবাহিনী আমাদের দেশের গর্ব, তাদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। কারা এসব ছড়াচ্ছে?

শনিবার বিকেলে জামতলার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন তিনি।

এসময় আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, কিছু সংখ্যক ভুয়া অনলাইন নিউজ ছড়াচ্ছে, শামীম ওসমানের বাড়ি চারদিক থেকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে। শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি।

‘নিউজে ফুটেজ দেয়া হয়েছে, চারদিক থেকে গাড়ি নিয়ে যাচ্ছে এরকম। কেবল শামীম ওসমান না আমাদের অনেক সিনিয়র নেতাকর্মীদেরও নাম নিয়ে বলা হচ্ছে, এখানে-ওখানে এতজন গ্রেফতার হয়েছে। এসব মিথ্যা এবং সবই গুজব’। যোগ করেন শামীম ওসমান।

তিনি আরো বলেন, ‘কোথাও লেখা হয়েছে ওবায়দুল কাদেরের ভাইকে গ্রেফতার করা হয়েছে। কোথাও লোখা হয়েছে ২০ জনকে গ্রেফতার করে গুলি করে হত্যা করা হয়েছে। কোথাও এমনও লেখা হয়েছে আওয়ামী হানাদার বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনী যুদ্ধে নেমেছেন। এই যে কথাগুলো যারা ছড়াচ্ছেন আমার মনে হয় তারা একটা বিদেশি শক্তি যারা আইএসআই সহ দেশের একটা পরাজিত শক্তি।’

শামীম ওসমান বলেন, আমি আমার দলের নির্দেশ পেয়ে সংবাদ সম্মেলন করছি। আমি আপনাদের সাহায্য কামনা করছি। এই ভুয়া নিউজ যারা ছড়াচ্ছে তাদের ধিক্কার জানাচ্ছি। এটা তারাই করছে যারা ভাবছে জনগণ তাদের পক্ষে নেই।

তিনি বলেন, সারা দেশের মধ্যে নারায়ণগঞ্জে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিন্তু আজকে সকাল থেকে সারা দেশের ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে এই ব্যাপারে। আমি ফেসবুক চালাই না, তাই আমার এটা জানা কঠিন ব্যাপার। কিন্তু এটা সারা দেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কারা এসব করছে, আর কারা ছড়াচ্ছে?

শামীম ওসমান আরও বলেন, আমাকে ভিডিও লিংক পাঠানো হলো, আমি দেখলাম এসব ভয়াবহ মিথ্যা। আসলে এমন কিছুই ঘটেনি, ওরা একটা আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে। তারা এখনও নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। এটা তাদের একটি প্রক্রিয়া। এরকম আরও প্রক্রিয়া থাকতে পারে।

‘ভুয়া অনলাইন এ ধরনের খবর প্রচার করে মূলত নির্বাচনে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। টোটালি বিষয়টা ছিল অপপ্রচার’ বক্তব্যে যোগ করে শামীম ওসমান আরো বলেন, শুধু আমাকে কেন্দ্র করে না বরং দেশের বিভিন্ন এলাকা ও সিনিয়র নেতাদের সম্পর্কেও এ ধরনের প্রপাগান্ডা চালিয়েছে।

Bootstrap Image Preview