Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি নেতার বাসা থেকে পোলিং অফিসার আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:০৪ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:০৪ PM

bdmorning Image Preview
বিএনপি নেতার বাসা থেকে পোলিং অফিসার আটক


চট্টগ্রামের বাকলিয়া বৌ বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাসা থেকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ পাওয়া স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজের বাসা থেকে মফিজুল ইসলাম (৩৪) নামের ওই শিক্ষককে আটক করা হয় বলে বাংলানিউজকে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

আটক মফিজুল ইসলাম দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার নন এমপিওভুক্ত শিক্ষক। কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

মফিজুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি বৌ বাজার এলাকায় ভাড়া থাকতেন।

ওসি প্রনব চৌধুরী বলেন, ‘মফিজুল ইসলাম ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্বে না গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার বাসায় বিএনপির নির্বাচনী এজেন্টদের আইডি কার্ড ও তালিকা প্রস্তুত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘সেখান থেকে বিএনপির নির্বাচনী এজেন্টদের ছবি ও আইডি পাওয়া গেছে।’

Bootstrap Image Preview