Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলে থাকা খালেদাকে ‘ভুলে গেছে’ বিএনপি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:০০ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:১৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাত পোহালেই নির্বাচন। নানা নাটকীয়তা শেষে সব দলের আংশগ্রহনে একটি নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল। এদেশে নির্বাচন মানেই যে দুটি দলের স্বরব উপস্থিতি দেখা যায় সেগুলো হলো বিএনপি ও আ.লীগ। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মানেই সাধারণ মানুষ বেগম জিয়াকে বোঝেন। নানা দ্বীধা দ্বন্দ্বের শেষে রাজনীতির সমীকরণ মেলাতে দল হিসেবে বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করছে তখন দলটির অবিভাবক বেগম জিয়া অনিয়ম আর দুর্ণীতির দায় মাথায় নিয়ে কারান্তরীণ রয়েছেন

যখন দলের প্রধান কারাগারে তখন বিএনপি ব্যাস্ত ভোটের মাঠে। কি কারণে বেগম জিয়াকে কারাগারে রেখে ভোটের মাঠে বিএনপি? জিজ্ঞাসু সমর্থক বা জনগনের মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হরদম। অনেকেই ধারণা করছেন তবে কি বেগম জিয়াকে ভুলে গেলো বিএনপি? নাকি এই প্রধান রাজনীতিককে বন্দী দশায় রেখে নির্বাচনে নামার পেছনে রয়েছে কোন অন্তর্নিহিত কারণ?

খোলা চোখে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কেমন সমীকরণ আসে? জানতে হলে ঘুরে আসতে হবে সামান্য অতীত থেকে। খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিলো। তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র নাকি সরকার করছে! গুরুতর অভিযোগ!! তো,এখন কেমন আছেন বেগম জিয়া? তার শারীরিক অবস্থা ভালো তো? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো কথা বলছেন না। প্রেস ব্রিফিং করছেন না।

যদিও মাঝে মাঝে বিএনপির কিছু নেতা খালেদা জিয়ার মুক্তির কথা বললেও সময়ের সাথে আজ খালেদা জিয়ার কোন খবর রাখছে না কেউ। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আসলেই কী সবাই ভুলে গেলো খালেদা জিয়াকে? না, দুই জন অন্তত ভোলেননি। একজন ডা. জাফরুল্লাহ চৌধুরী আরেকজন ঋণফেলাপি কাদের সিদ্দিকী। জাফরুল্লাহ বলেছেন, ২ জানুয়ারি আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্তি পাবেন। কাদের সিদ্দিকী অবশ্য একদিন আগেই, ১ জানুয়ারিই জেল ভেঙ্গে তাকে বের করে আনবেন।

বড় সৌভাগ্য বেগম জিয়ার। নিজের দল তার খোঁজখবর না রাখলেও দলের বাইরের দুইজন মানুষ তাকে মুক্ত জীবনের স্বপ্ন দেখিয়েছেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা পেয়ে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সেই থেকেই তিনি কারাবন্দী রয়েছেন। তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে বিচারিক আদালত ১০ বছর করে কারাদণ্ড দেন।

এরপর ১৯ ফেব্রুয়ারি এই মামলায় খালাস চেয়ে খালেদা জিয়া আপিল করেন। এছাড়া কারাবন্দী দুই আসামি কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদও আপিল করেন।

অপরদিকে, এ মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয়া অপর্যাপ্ত হয়েছে উল্লেখ করে তা বৃদ্ধির জন্য হাইকোর্টে আবেদন জানায় দুদক। এরপর ৩০ অক্টোবর আদালতের ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করার আদেশ দেয় হাইকোর্ট।

এই মামলার রায় ঘোষণার দিন চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন খালেদা জিয়া।

Bootstrap Image Preview