Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মির্জা আব্বাসের বাসার সামনে থেকে ৪৫ মিনিট পর সরে গেল পুলিশ-বিজিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বাসার সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার দুপুর দেড়টা থেকে সোয়া ২টা পর্যন্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা রাজধানীর শাহজাহানপুরে তার বাসার চারদিকে অবস্থান নেয়।

এরই মধ্যে দু'একজনকে গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১১ ডিসেম্বর বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ঘোরাঘুরিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছিলেন ঢাকা-৮ আসনের এই প্রার্থী। এদিন নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‌‌‘আমার বাসার সামনে কখনও সাদা পোশাকের লোকজন, আবার কখনও পুলিশের পোশাক পরা লোকজন ঘোরাঘুরি করছে। এমতাবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু তাই নয়, আমি আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।’

Bootstrap Image Preview