Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ কোটি ভোটের পাহারায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview


জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনের মধ্যে গাইবান্ধা-৩ আসন ছাড়া বাকী ২৯৯টি আসনে আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ১০ কোটি ৪১ লাখ ভোটারকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে ৬ লাখ ৮ হাজার জন সদস্য তত্পর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুধু ভোটকেন্দ্র পাহারায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ ৮ হাজার জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুলিশ ১ লাখ ২১ হাজার, আনসার ৪ লাখ ৪৬ হাজার ও গ্রামপুলিশ ৪১ হাজার।

এ ছাড়া ৪১৪ প্লাটুন সেনা, ৪৮ প্লাটুন নৌ-বাহিনীর সদস্য, কোস্টগার্ড ৪২ প্লাটুন, বিজিবি ৯৮৩ প্লাটুন ও র‌্যাব ৬০০ প্লাটুন ভোটের মাঠে রয়েছে। এ ছাড়া স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

Bootstrap Image Preview