Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুরি করতে গিয়ে গাড়িতে আটকে গেলেন চোর, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাড়ি চুরি করতে গিয়ে ভেতরে আটকা পড়লেন চোর। অনেক চেষ্টা সত্বেও বেরুতে পারছিলেন না তিনি। উপায়ান্তর না পেয়ে এরপর প্রাণ বাঁচাতে পুলিশকে নিজেই ফোন করে জানালেন তিনি। সোমবার নরওয়ের ট্রোনডেলগ শহরে মজার এই ঘটনাটি ঘটেছে।

এনডিটিভিতে প্রকাশ, সোমবার সকাল ৮ টার দিকে ১৭ বছর বয়সী ওই চোর পুলিশকে ফোন করেন। সেই চোরকে দ্রুত উদ্ধার করে সরাসরি তাকে থানায় নিয়ে চলে যান পুলিশকর্মীরা।

এরপর ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি টুইটে শেয়ার করেছে ট্রোনডেলগ পুলিশ।

তারা জানান, সকাল ৮টায় এক ব্যক্তি ফোন করে জানান, ডিলারের কাছ থেকে গাড়ি চুরি করতে এসেছিলেন তিনি। এখন সেই গাড়ির ভেতরেই আটকা পড়েছেন।

এ বিষয়ে ট্রোনডেলগ পুলিশের নরওয়েজিয়ান রাষ্ট্র সম্প্রচারকারী ইবে কিমো বলেন, পুলিশের কাছে একজন চোরের এভাবে সাহায্য চাওয়া মানেই তিনি ভালো করেই জানেন যে, সাহায্যের জন্য আমাদেরই ফোন করা ঠিক হবে।

Bootstrap Image Preview