Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেতা-কর্মীদের উদ্দেশ্যে ফখরুলের সর্বশেষ নির্বাচনী বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০৩ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০৩ PM

bdmorning Image Preview
নেতা-কর্মীদের উদ্দেশ্যে ফখরুলের সর্বশেষ নির্বাচনী বার্তা


আজ বাদে কাল ভোট, গত কালই শেষ হয়েছে সকল ধরনের প্রচার-প্রচারণা। ইতমধ্যেই দলীয় হাই কমান্ড থেকে শেষ সময়ের বার্তা পাচ্ছে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। এবারের নির্বাচনে কর্মীদের জন্য তার শেষ বার্তা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই, তা হলো- জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’

শনিবার দুপুরে তার নিজ আসনে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় জনগণ এবার ভোটের মাধ্যমে পরিস্থিতি বদলে দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

নিজ দলের কর্মীদের আটকের বিষয়ে তিনি আরও বলেন,'শুক্রবার বিএনপির যেসব কর্মীকে আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপিকে জানিয়েছি। তবে এরপরও কিন্তু আমাদের সাধারণ ভোটারদের কেউ হতাশ করতে পারবে না। আমরা আশা করি, যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবে।'

বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এগুলো সব কিছু সরকারের কূটচাল। একেবারে ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। বিএনপি নির্বাচনে আছে, থাকবে।'

এ সময় জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview