Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির কথায় বিভ্রান্ত না হয়ে আ'লীগের প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকুন: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৪:০৩ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৪:০৪ PM

bdmorning Image Preview
সিএমএইচে ড. মাহবুবুর রহমানকে দেখতে যান প্রধানমন্ত্রী। ছবি: বাসস


আওয়ামী লীগের প্রার্থীদের শেষ পর্যন্ত নির্বাচনে থাকার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিএনপি-জামায়াতের হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে এ নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, নির্বাচনের মাঝপথে ঐক্যফ্রন্ট বা বিএনপি ভোট প্রত্যাহারের ঘোষণা দিলেও আওয়ামী লীগসহ মহাজোটের প্রার্থীদের ফলাফল হাতে নিয়ে ঘরে ফিরতে হবে। জিতলে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আর হারলে তা নিয়ে প্রশ্ন তোলাই বিএনপির নীতি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট আওয়ামী লীগের ওপর হামলা চালিয়ে, নিজেরাই সবার কাছে নালিশ করে বেড়ায়। বিএনপি নির্বাচনের মাঝামাঝি সময়েই হয়তো বলে বসবে আমরা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছি এবং আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো না, এটা বিশ্বাস করবেন না। এটা তাদের আরেকটি গেম।

ফের ক্ষমতায় এলে সমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবস্থা নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামাতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নিব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্যদলের যারা রয়েছেন তাদেরকে বলবো নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যেতে।

আওয়ামী লীগ সভাপতি এসময় দলের প্রতিনিধি এবং নির্বাচনী এজেন্টদের প্রত্যেকটি ভোট কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত অবস্থান করারও আহ্বান জানান।

Bootstrap Image Preview