Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে অবাধ মোটরসাইকেল চলাচল

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


গতকাল শুক্রবার (২৮ডিসেম্বর) রাত ১২টার পর থেকে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা থাকার পরেও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবাধে চলাচল করতে দেখা যাচ্ছে মোটরসাইকেল।

সরেজমিনে দেখা যায় আজ শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বালিয়াডাঙ্গী চৌরাস্ত বাজারসহ আশপাশের বাজারগুলোতে বেশ কয়েকটি মোটরসাইকেল চলাচল করছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মোটরসাইকেল চালক জানান, দেশে আইন থাকলেও তার প্রয়োগ নেই। নির্বাচন কমিশনের পরিপত্রে বলা আছে শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। স্থানীয় রিটানিং অফিসার অনুমোদিত স্টিকার লাগানো গাড়ীগুলোই কেবলমাত্র চলাচল করতে পারবে।

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এন এম নুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে শুধুমাত্র সাংবাদিকদেরকেই সকল আইন মেনে চলতে হবে। 

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, আমাদের টিম কাজ করছে। নির্বাচন কমিশনের দেয়া নিয়ম অনুযায়ী মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। যারা নির্দেশনা অমান্য করবে, পুলিশের চোখে পড়লে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Bootstrap Image Preview