Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৯৯ হরিণের শিকারী ১৮৬১ জন

ফারুক আহমাদ আরিফ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:০৭ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:০৭ PM

bdmorning Image Preview


রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯টি সংসদীয় আসনে বিজয়ী হতে লড়ছেন ১৮৬১ জন প্রার্থী। এদের মধ্যে ৩৯টি দলের ১১৩৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১৮২ জন। ১৮৬১ জন প্রার্থীর মধ্যে নারী ৬৯ জন।

এ পর্যন্ত বাংলাদেশে ১০টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার ভোটার সংখ্যাও সব থেকে বেশি ১০ কোটি ৪১ লাখ। আগামীকাল ৩০ ডিসেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। লুই আই কান নির্মিত শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদের ২৯৯টি হরিণ শিকারে ১৮৬১ জন শিকারী মাঠে নামছে কাল। ৪০ হাজার ১৮৩ ভোট কেন্দ্রে এদের ভাগ্য নির্ধারণ করবে ১০ কোটি ৪১ লাখ ভোটার।

'এক নজরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন'
আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন: শুধু ভোটকেন্দ্র পাহারায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ ৮ হাজার জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুলিশ ১ লাখ ২১ হাজার, আনসার ৪ লাখ ৪৬ হাজার ও গ্রামপুলিশ ৪১ হাজার। এ ছাড়া ৪১৪ প্লাটুন সেনা, ৪৮ প্লাটুন নৌ-বাহিনীর সদস্য, কোস্টগার্ড ৪২ প্লাটুন, বিজিবি ৯৮৩ প্লাটুন ও র্যাব ৬০০ প্লাটুন ভোটের মাঠে রয়েছে। এ ছাড়া স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে র্যাব ও বিজিবি সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কর্মকর্তা পৌনে ৭ লাখ : দেশের সব সংসদীয় আসনের নির্বাচন শেষ করতে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ৬৪ জেলায় সমসংখ্যক এবং ঢাকা ও চট্টগ্রামে দুই বিভাগীয় কমিশনার এ দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের সহায়তা করতে ৫৮২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। নির্বাচনে শুধু ভোটারদের ভোটদানে সহায়তা করার জন্য ৬ লাখ ৬২ হাজার ১১৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৪০১৮৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৭ হাজার ৩১২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ১৪ হাজার ৬২৪ জন।

১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটার: এবার ১ কোটি ২৩ লাখ নতুন ভোটার। নতুন ভোটারসহ মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন।

২৫৯০০ দেশি পর্যবেক্ষক: নির্বাচনে ৮১টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার ২৫ হাজার ৯০০ জন ভোট পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া বিদেশিদের মধ্যে ফেমবোসা, ওআইসি, কমনওয়েলথ ও অন্যান্য সংস্থার ৩৮ জন, কূটনীতিক ও বিদেশি মিশনের ৬৪ কর্মকর্তা এবং ঢাকাস্থ দূতাবাস/হাইকমিশন বা বিদেশি সংস্থায় কর্মরত ৬১ জন ভোট পর্যবেক্ষণ করবেন।

Bootstrap Image Preview