Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থীরা যেকোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে, এমন কথায় বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

তবে তারা এমন ঘোষণা দিলে তাতে বিভ্রান্ত না হয়ে জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ ডিসেম্বর) বিএনপি জামায়াতের হামলায় দিনাজপুরে আহত আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে সিএমএইচ-এ দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন এসব আসনের প্রায় ১০ কোটি ৪২ লাখ ভোটার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview