Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জননিরাপত্তায় সেনা তল্লাশি

মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


ভোটের মাত্র আর এক দিন।  এই একাদশ জাতীয় নির্বাচন নিয়ে অন্ত নেই নানা উৎসাহ উদ্দীপনা ও উত্তেজনা। প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষে এখন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতার অন্ত নেই। পুলিশ, বিজিবি, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও সাধারণ জনগণের নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন স্থানে তল্লাশি করছে। 

মীরসরাইয়ে নির্বাচনী দায়িত্বরত সেনা ক্যাম্প প্রধান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর ব্যাটালিয়ান কমান্ডার কর্ণেল শরীফ বলেন, এখানে নির্বাচনী পরিবেশ বেশ সুষ্ঠু দেখতে পাচ্ছি। তবুও নিরাপত্তায় আমাদের নিয়মিত টহলসহ বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রমও রয়েছে।

গতকাল (শুক্রবার) বিকালে মীরসরাইয়ের মস্তাননগর - জোরারগঞ্জ পুরাতন সড়কের বাইপাস মুখে সড়কে চলাচলকারী বিভিন্ন  যানবাহনগুলোকে তল্লাশি করছিল সেনাবাহিনী দল। এসময় দায়িত্বরত পেট্রোল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সমাপ্ত হওয়া পর্যন্ত প্রতিদিন আমাদের এই নিরাপত্তা তল্লাশি যে কোন সময় যে কোন স্থানে হতে পারে।    

Bootstrap Image Preview