Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব নেতৃত্বে ১৫ নারী রাষ্ট্রপ্রধান যারা

নারী ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:২২ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:২২ PM

bdmorning Image Preview


বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন অনেক নারী প্রধান। পুরুষের পাশাপাশি নিজেদের মেধা ও শ্রমে অবদান রাখছেন রাজনৈতিক অঙ্গনে। সবার সামনে থেকে রাষ্ট্রকে সামলে যাচ্ছেন বলিষ্ঠ হাতে।

এক নজরে দেখে নিতে পারেন ১৫ নারী রাষ্ট্রপ্রধানের পরিচিতি -

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী টেরেসা মে। ১৩ জুলাই ২০১৬ তিনি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১০ থেকে ২০১৬ মেয়াদে বর্তমান রক্ষণশীল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ১৯৯৭ সাল থেকে মেইডেনহেড সংসদীয় এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যরূপে কমন্স সভায় প্রতিনিধিত্ব করছেন তিনি।

আর্না সলবার্গ নরওয়ের বর্তমান প্রধানমন্ত্রী ও বিশিষ্ট নারী রাজনীতিবিদ। ২০০৪ সাল থেকে নরওয়ের কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন। ২০১৩ সালের সংসদ নির্বাচনে মধ্য-ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। এর ফলে ১৪ অক্টোবর, ২০১৩ তিনি নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে ইয়েন স্টলটেনবার্গের স্থলাভিষিক্ত হন।

মারিয়া সেদওয়া পোল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী। ২০১৫ সংসদীয় নির্বাচনের পর তিনি তার ১৬ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি পোল্যান্ডের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী।  

ক্রিস্টি কালজুয়েড এস্তানিয়ার বর্তমান প্রেসিডেন্ট। ১০ অক্টোবর ২০১৬ তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন।

ডালিয়া গ্রাইবস্কেইট লিথুয়ানিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ এবং বর্তমান রাষ্ট্রপতি। তিনি ১২ জুলাই, ২০০৯ লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করেন। লিথুয়ানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান ডালিয়া গ্রাইবস্কেইট দেশটির লৌহ মানবী হিসেবে দেশ-বিদেশে ব্যাপক পরিচিত ব্যক্তিত্ব।

তাসি ইং ওয়েন বর্তমানে চীন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে দ্বিতীয় এবং নারী হিসেবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট।

শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের ১০ম জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী।

আঙ্গেলা ডোরোটেয়া মের্কেল হচ্ছেন জার্মানির বর্তমান চ্যান্সেলর। তিনি ২০১০ সালের ১০ এপ্রিল জার্মানির মেকলেনবার্গ-ভোরপোমার্ন প্রদেশ থেকে জার্মান সংসদে সর্বাধিক সংখ্যক আসন জয়ের মাধ্যমে চ্যান্সেলর নির্বাচিত হন। ২০০৭ সালে আঙ্গেলা মের্কেল ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ। ২০১৫ সালের ডিসেম্বর ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন তিনি।

মিশেল বাশলে ১১ মার্চ ২০০৬ থেকে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০১৩ সালে দ্বিতীয় বারের মত নির্বাচিত হন।

লের জনসন সারলিফ প্রথম আফ্রিকার নারী প্রেসিডেন্ট। তিনি ২০০৫ সালে প্রথমবারের মত নির্বাচিত হন। এবং ২০১২ সালে দ্বিতীয় বারের মত পুনরায় নির্বাচিত হন।

প্রধানমন্ত্রীর প্রস্তাবে ২০১৪ সালের এপ্রিলে ম্যারি লুইস কলেইরো প্রেকা মালটা দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। তিনি ভূমধ্যসাগরীর অঞ্চলের এই দ্বীপ রাষ্ট্রের দ্বিতীয় নারী প্রেসিডেন্ট।

মরিশাস এর প্রথম মহিলা প্রেসিডেন্ট আমিনা ফিরদৌস গুরিব-ফাকিম। প্রেসিডেন্ট হিসেবে জুন ২০১৫ থেকে দায়িত্বরত।

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কমিউনিস্ট এর বিদ্যা দেবী ভান্ডারী। তিনি ২০১৫ সালে এ দায়িত্বে নেন। - হিলডা হেইন ২০১৬ সালের জানুয়ারিতে মার্শাল আইলান্ডসের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

Bootstrap Image Preview