Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘নির্বাচন কমিশন উড়িয়ে দেওয়া হবে’ জঙ্গিদের হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৫ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৫ PM

bdmorning Image Preview
‘নির্বাচন কমিশন উড়িয়ে দেওয়া হবে’ জঙ্গিদের হুমকি


মাঝ খানের এক দিন পেরুলেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যখন ব্যাস্ত সময় পার করছে তখন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনারদের মুঠোফোনে আসছে একের পর এক হুমকি স্বরূপ ক্ষুদে বার্তা।

সেসব ক্ষুদে বার্তায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত কয়েকদিন ধরেই এ ধরনের বার্তা পাচ্ছেন তারা।

নির্বাচন কমিশনারদের বরাত দিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে। হুমকিমূলক ঐসব ক্ষুদে বার্তায় বলা হয়, ‘আল্লাহু আকবার। এ কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহিদদের হাতে ভয়ংকর পরিণতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ মুজাহীদিন।’

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ক্ষুদেবার্তার পর তাদের অনেকেই আতঙ্কিত। এ কারণে নির্বাচন ভবনের নিরপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন এসব আসনের প্রায় ১০ কোটি ৪২ লাখ ভোটার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হবে।

 

Bootstrap Image Preview