Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুশ এস-৪০০ পরীক্ষা চালালো চীন,ভারতের উদ্বেগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে চীন। প্রতি সেকেন্ডে তিন কিলোমিটার গতিতে ছুটে চলা একটি ব্যালিস্টিক লক্ষ্যবস্তুকে নির্ভুল লক্ষ্যে আঘাত হানল রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক এই এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যম ‘দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট’-এ প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়।

২০১৫ সালে রাশিয়ার সঙ্গে অত্যাধুনিক সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বিমান বিধ্বংসী এস-৪০০ ক্ষেপণাস্ত্র অস্ত্র কেনার চুক্তি করেছিল চীন। গত জুলাই মাসে এর শেষ চালান চীনে পৌঁছায়। এরপরই চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এই প্রথম এস-৪০০ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখল।

চীনই ছিল প্রথম দেশ যারা রাশিয়া থেকে এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কেনার চুক্তি করে। ১০ মিটার উচ্চতা থেকে ২৭ কিলোমিটার দূরত্বের যে কোনও শত্রু ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক কিংবা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান ধ্বংসে কার্যকর এ ক্ষেপণাস্ত্র।

৬০০ কিলোমিটার দূরে থাকা প্রতিপক্ষের অস্ত্রকেও নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে এস-৪০০। প্রতি সেকেন্ডে ৩৬টি টার্গেট ধ্বংস করতে পারে এ যুদ্ধাস্ত্র।

যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ভারতও গত অক্টোবরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে চুক্তিবদ্ধ হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হাতে এ যুদ্ধাস্ত্র এলে চীনের সঙ্গে শক্তির ভারসাম্যের বিষয়টি নিয়ে উদ্বেগ কমবে ভারতের।

Bootstrap Image Preview