Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশকে লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতা জেলে

ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:১৩ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:১৩ PM

bdmorning Image Preview


ঝালকাঠি জেলা প্রশাসকের বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে শহরের স্টেশন রোড থেকে তাকে গ্রেফতারের পর বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের বাসবভনের সামনে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনেস্টবল তৌহিদুল ইসলাম ও মো. তাজউদ্দিন ওই ছাত্রলীগ নেতাকর্মীদের আড্ডা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। উভয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই কনেস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা।

এ ঘটনায় রাতেই পুলিশ কনস্টেবল মো. তাজউদ্দিন বাদী হয়ে ঝালকাঠি থানায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ রাব্বিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, ছাত্রলীগকর্মী সৈকত, অনিক ও শিশির। পুলিশ অভিযান চালিয়ে শহরের স্টেশন রোড থেকে শেখ রাব্বিকে গ্রেফতার করে।

মামলার তদন্ততারী কর্মকর্তা মো. হানিফ বলেন, আটক হওয়া শেখ রাব্বীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview