Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাঠের ব্যারেলে চেপে অ্যাটলান্টিক পাড়ি দিল এক ফরাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পিপা সাইজের এক ক্যাপসুলে চড়ে অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিতে শুরু করেছেন জ্যঁ-জ্যঁক সাভঁ নামের এক ফরাসী। ক্যানারি দ্বীপের এল হিয়েরো বন্দর থেকে যাত্রা শুরু করেছেন ৭১ বছর বয়সী সাভঁ। আগামী তিন মাসের মধ্যে তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছুতে পারবেন আশা করছেন।

রিইনফোর্সড প্লাইউড দিয়ে তৈরি এই ক্যাপসুলের মধ্যে রয়েছে ঘুমানোর জন্য একটি বাঙ্ক বিছানা এবং একটি রান্না ও মালামাল রাখার জায়গা। যাত্রাপথের পুরোটা জুড়ে তিনি মার্কার ফেলতে ফেলতে যাবেন যা দিয়ে অ্যাটলান্টিকের স্রোতের আনাগোনা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।

সাভঁর এই অভিযানের অগ্রগতি সম্পর্কে তার ফেসবুক পাতায় বিস্তারিত জানানো হচ্ছে। সর্বশেষ বার্তায় বলা হয়েছে অভিযানের সবকিছু ঠিকঠাক আছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির সাথে সাক্ষাৎকারে সাভঁ জানান, ‘আবহাওয়া চমৎকার। এখন তিন ফুট উঁচু ঢেউ হচ্ছে এবং আমি ঘণ্টায় ২-৩ কিলোমিটার বেগে এগুচ্ছি … রবিবার পর্যন্ত হাওয়া গতিবেগ অনুকূল থাকবে বলে আশা করছি।’

সাভঁ ফরাসি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত প্যারাট্রুপার। তিনি পার্ক রেঞ্জার এবং পাইলট হিসেবেও কাজ করেছেন। অ্যাটলান্টিকের স্রোত বেয়ে তার এই অদ্ভুত জাহাজটি অনায়াসেই ৪৫০০ কিলোমিটার পথ পেরিয়ে ক্যারিবিয়ানে পৌঁছুতে পারবে বলে তিনি আশা করছেন।

তার এই পিপাটি লম্বায় তিন মিটার আর পাশে ২.১০ মিটার। সব মিলিয়ে এই ক্যাপসুলে থাকার জায়গা রয়েছে ছয় স্কয়ার মিটার। ক্যাপসুলের চারদিকে রয়েছে জানালা। মেঝেতেও একটি পোর্ট-হোল রয়েছে যা দিয়ে তিনি জলে ভেসে বেড়ানো মাছ দেখতে পাবেন। সমুদ্রের ঢেউয়ের ঝাপটা সহ্য করতে পারে এমন করে এই ক্যাপসুলটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে সোলার প্যানেল। এর সৌরশক্তি দিয়ে জিপিএস এবং যোগাযোগ ব্যবস্থা চালানো যাবে।

এই অভিযানের জন্য সাভঁর খরচ পড়েছে ৬৮,০০০ ডলার। যেগুলো মূলত জোগাড় করা হয়েছে মানুষের কাছ থেকে চাঁদা হিসেবে।

Bootstrap Image Preview