Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলকাতায়ও বাংলাদেশের নির্বাচনের আঁচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


৩০শে ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের আঁচ এসে গেছে কলকাতায়ও।  তাই কলকাতার সব প্রথম সারির কাগজে বাংলাদেশের নির্বাচনের খবর অনেক গুরুত্ব সহকারে প্রকাশ হচ্ছে। সেই সঙ্গে থাকছে নির্বাচন নিয়ে আলোচনা।

“শেখ হাসিনাকে নির্বাচনের আগে শুভেচ্ছা জানাই” এভাবেই নিজের মনের কথা জানিয়েছেন কথা সাহিত্যিক সমরেশ মজুমদার। কালজয়ী এই লেখক বলেছেন, ‘আমি দেখেছি ওখানে কি উন্নতি হয়েছে শেখ হাসিনার জামানায়। আশা করি উনি আবার ক্ষমতায় আসবেন। উনি জিতলে ভারত বাংলাদেশ দুই দেশেরই মঙ্গল।' 

ইদানিং পশ্চিমবঙ্গেও আওয়ামী লীগ সরকারের কাজের কথা বারবার আলোচিত হচ্ছে। গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ উপ হাই কমিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে কলকাতার মেয়র এবং মমতা ব্যানার্জি সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, হাসিনা সরকারের আমলে উন্নতির কথা।

সেই সুরে সুর মিলিয়ে বাংলাদেশের উন্নয়নের কথা বলেছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা ওখানে শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিছু বিনিয়োগের পরিকল্পনা আছে...হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে আমরা এই পরিকল্পনা গুলো নিয়ে আরও আগাবো”বলেছেন সত্যম বাবু।

সত্যম রায় চৌধুরী আরো জানান, 'আমার অনেক বন্ধু নির্বাচনে দাঁড়িয়েছেন। আমি তাদের বিজয়ের প্রার্থনা করছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পরম প্রিয় নেত্রী। আমি চাই উনি আবার নির্বাচিত হয়ে ফিরে আসুক।

বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যারা আগ্রহী, শুধু তারাই নয়, সাধারণ মানুষের মনেও অনেক কৌতূহল।

'বাংলাদেশের নির্বাচনের ফলাফল কখন জানতে পারব?'-এ কথা জানতে চাইলেন নিউ মার্কেটে টাইমস ইন্টারন্যাশনালের এক কর্মচারীও।

Bootstrap Image Preview