Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হয় তবে সেটা হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস: ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হয় তবে সেটা হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস। সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।

গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, বর্তমানে গণতন্ত্র দুর্বল অবস্থায় আছে এবং গণতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা তখনই অর্থপূর্ণ হয়, যখন সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। তিনি আরও বলেন, আমাদের জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে আনতে হবে। সুতরাং, দখলদারের হাত থেকে রাষ্ট্রকে পুনরুদ্ধার করার জন্যই এই নির্বাচন।

গণফোরামের সভাপতি ড. কামাল বলেন, আমি দুঃখের সঙ্গে বলছি যে, জামায়েতের সাবেক লোকদের মাঠে নামানো বোকার মতো কাজ হয়েছে। আমি লিখিত দিয়েছিলাম যে, এখানে জামায়াতের প্রতি কোনো সমর্থন থাকতে পারবে না। ধর্ম, মৌলবাদ, চরমপন্থা নিয়ে আসা যাবে না।

ড. কামাল হোসেন বলেন, আমি কাউকে চ্যালেঞ্জ করছি না। আমি ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। আমি শুধু আইনের শাসনের সংরক্ষণ ও দেশের গণতন্ত্রের জন্য কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘আমি নির্বাচনের দিনটির জন্য অপেক্ষা করছি। নির্বাচনের দিনটি স্বাধীনতার দিবসের মতো। নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হয় তবে সেটা হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস।

Bootstrap Image Preview