Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একদিনে উদ্ধার ৪ লাখ ৮০ পিস হাজার ইয়াবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:১৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কক্সবাজারের টেকনাফে বিজিবি ও কোস্টগার্ড পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলার মৌলভীবাজারে উত্তরপাড়া ও সেন্টামার্টিনের পূর্ব দিকের সাগরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

টেকনাফ বিজিবি-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকা দিকে ইয়াবার একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগ ফেলে পালিয়ে যান পাচারকারীরা। এ সময় কেউকে আটক করা যায়নি।

পরে ওই দুটি ব্যাগ থেকে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান। 

এদিকে কক্সবাজারের সেন্টমার্টিনে সাগরে চোরাকারবারীদের ধাওয়া করে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ফয়েজুল ইসলাম মন্ডল জানান, বৃহস্পতিবার রাতে সেন্টামার্টিনের পূর্ব দিকের সাগরে অভিযান চালায় কোস্টগার্ড।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান সাগরে ফেলে চোরাকারবারী দলটি মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময় একটি বস্তায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ওই ইয়াবার চালানটি পাওয়া যায়।

ইয়াবাগুলো সংশ্লিষ্ট দফতরে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview