Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অ্যাকাউন্ট খুললেই ঢুকবে লাখ টাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:২৭ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


ডাকঘরে জ়িরো ব্যালান্স অ্যাকাউন্ট খুললেই নাকি ঢুকবে লাখ লাখ টাকা। এমন গুজবে ভারতের কোচবিহারের প্রধান ডাকঘরের সামনে জড়ো হচ্ছে মানুষজন।

আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায়, বিভিন্ন গ্রাম থেকে অ্যাকাউন্ট খুলতে মানুষজন কোচবিহার আসছেন। তাদের একজন দিনহাটার আবুতারার যোগমায়া বর্মণ।

তিনি বলেন, জ়িরো বই করতে এসেছি। শুনেছি মোদি সরকার টাকা দেবে। কত দেবে তা অবশ্য জানি না। 

আরেকজন বামনহাটের পার্বতী বিশ্বাস। তিনি বলেন, লোকমুখে শুনতে পারলাম মোদিজি নাকি এই ডাকঘরে জ়িরো ব্যালান্সে বই করতে বলেছেন। অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে।

কিন্তু সত্যিই কী জ়িরো ব্যালান্স অ্যাকাউন্ট খুললে গ্রাহকের নামে টাকা জমার কোনও নির্দেশ রয়েছে?

ডাক বিভাগ সূত্রের অবশ্য দাবি, এ রকম কোনও নির্দেশ তাদের কাছে আসেনি।

ডাক বিভাগের কোচবিহারের এক কর্মকর্তা রূপক সিংহ বলেন, এ রকম কিছু জানা নেই। তবে তাতেও অ্যাকাউন্ট খোলার হিড়িক কমছে না।

ডাক বিভাগ সূত্রের খবর, বুধবার (২৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দু'দিনে কোচবিহারের প্রধান ডাকঘরে দেড় শতাধিক অ্যাকাউন্ট খোলা হয়। তাদের মধ্যে অনেকেই দিনহাটা মহকুমার প্রত্যন্ত এলাকার বাসিন্দা। 

বৃহস্পতিবার 'লিংক ফেল' না হলে নতুন অ্যাকাউন্টের সংখ্যা একদিনেই ১০০ পেরিয়ে যেত। ডাকঘরের এক কর্মকর্তার দাবি, প্রত্যন্ত এলাকার বিভিন্ন সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুললে খুব কম টাকা রাখা যায় না। তাই এই ভিড়।

তবে এমন পরিস্থিতিতে দেশটির কংগ্রেস ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করছে।

Bootstrap Image Preview